খােলা বাজার২৪। মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই এ্যাসোসিয়েশন (ব্যাংকিং ও বীমা বিভাগ) কমিটির উপদেষ্টা হিসাবে দাযিত্ব পেলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত সিনেট’র ও এন.আর.বি গ্লোবাল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান- নিজাম চৌধুরী।
নিজাম চৌধুরী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এবং বীমার ওপর PHD ডিগ্রী অধ্যয়ন করছেন।নিজাম চৌধুরী যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে বিভিন্ন নামকরা প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন। তিনি এনআরবি গ্লোবাল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ডায়মণ্ড লাইফ ইনস্যুরেন্সের পরিচালক, ন্যাশনাল ইন্সটিটিউট ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান, ম্যাক্স পাওয়ার লিমিটেডের নির্বাহী পরিচালক, কুশিয়ারা পাওয়ার কোম্পানির পরিচালক, ট্রেড ব্যালেন্স ইউএস কর্পোরেশনের প্রেসিডেন্ট, ট্রেড ব্যালেন্স বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর। এছাড়া তিনি শতাধিক সামাজিক সংগঠনের সাথে যুক্ত আছেন।
১১ ফেব্রুয়ারি ১৮ইং, নিজাম চৌধুরী’কে আ্যলামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি মি. শিবলি রুবাইয়াতুল ইসলামের পক্ষে উক্ত এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মি. রাসেল ও কমিটির অন্যান্য সদস্যরা এই নিয়োগপত্র হস্তান্তর করেন। এসময় তাঁরা নিজাম চৌধুরী’কে আগামী ২৪ ফেব্রুয়ারি টিএসসি’তে এ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানান।