Fri. May 9th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৮: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মুনছুরা আক্তার (২২) নামের এক গৃহবধূকে ৩ দিন ঘরে আটকে রেখে নির্যাতনের পর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ গৃহবধূর স্বামী ও শ্বশুরকে আটক করেছে।

বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের কলন্দা করিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মুনছুরা ভানোরের কলন্দা করিয়া গ্রামের মাসুদ রানার স্ত্রী।

গৃহবধূর মা রজিনা বেগম ও ফুপাতো ভাই আলমগীর অভিযোগ করেন, রুবেল ও তার পরিবারের লোকজন দীর্ঘদিন ধরে মুনছুরা বেগমকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। গত কয়েকদিন ধরে তাকে ঘরে বন্দি করে রেখে খাওয়া-দাওয়া বন্ধ করে দেয়। তার বাবা-মার সঙ্গেও যোগাযোগ করতে দেয়নি।

নিহতের মা রজিনা বেগম বলেন, বুধবার বিকেলে এক প্রতিবেশীর মোবাইল ফোনে সংবাদ পেয়ে আমরা ছুটে এসে দেখি যে, মেয়ের লাশ বারান্দায় পড়ে রয়েছে। বাড়ীর সকল দরজায় তালাবদ্ধ। লোকজন কেউ নেই।’

ভানোর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব সরকার বলেন, আমি গৃহবধূর মৃত্যুর খবর শুনে থানায় সংবাদ দেই।

বালিয়াডাঙ্গী থানার এসআই আবু বক্কর সিদ্দিক বলেন, আমরা ঘটনাস্থলে এসে গৃহবধূর লাশ পড়ে থাকতে দেখি। গৃহবধূর মৃত্যু নিয়ে সন্দেহ হওয়ায় গৃহবধূর স্বামী রুবেল(২৭) ও তার বাবা তফিজুল ইসলাম(৫২)কে আটক করা হয়েছে।