Fri. May 9th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৮: সিরিয়ার রাজধানী দামেশকের নিকটবর্তী এলাকা পূর্ব আল গউতা। রাশিয়া ও আসাদ বাহিনীর বিমান হামলায় ধ্বংস্তুপে পরিণত হয়েছে এলাকার ভবনগুলো। গত ২৪ ঘণ্টায় বিপুল সংখ্যক সাধারণ নাগরিক হাতাহত হয়েছেন। এ ধ্বংস্তুপের ভেতর থেকেই নিজ শিশু সন্তানকে বের করে আনলেন একজন উদ্ধারকর্মী। আল আরাবিয়ার ধারণকৃত ভিডিওটি ইতোমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে।

আগ থেকেই অভিযোগ আল গউতা এলাকায় যুদ্ধাপরাধে জড়িত আসাদবাহিনী । এ ভিডিওটি আসাদবাহিনীর যুদ্ধাপরাধের আরও একটি দৃশ্য তুলে নিয়ে আসলো। ভিডিওতে দেখা যায় ধ্বংস্তুপের ভেতর থেকে আহত নিজ শিশুকে বের করে নিয়ে আসছেন ওই উদ্ধারকর্মী বাবা। তার চিৎকারে ভারি হয়ে আসছে আশপাশ। উদ্ধার করার সময়ও আসাদ বাহিনীর বিমানগুলো একের পর এক হামলা চালিয়ে আসছিল। সূত্র: আল আরাবিয়া