খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৮: বেসরকারী খাতে বিনিয়োগ বৃদ্ধির জন্য জাপান ইন্টারন্যশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর গঠিত তহবিল ব্যবহারে জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে এক্সিম ব্যাংক।
বুধবার (১৪ ফেব্রুয়ারী ২০১৮) কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক জনাব মো. রেজাউল ইসলাম এবং এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জনাব ফজলে কবির, জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ জনাব তাকাতোশি নিশিকাতা, ডেপুটি গভর্নর জনাব আবু হেনা মোহা. রাজী হাসান, এবং নির্বাহী পরিচালক জনাব আহমেদ জামাল উপস্থিত ছিলেন।