খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৮: সরকার ও জাইকার মধ্যে সম্পাদিত চুক্তির আওতায় গঠিত তহবিল ব্যবহারের লক্ষ্যে গতকাল (১৪/০২/২০১৮) বাংলাদেশ ব্যাংকর সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ ।
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মোঃ রেজাউল ইসলাম এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ -এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন । বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব ফজলে কবির, ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান, নির্বাহী পরিচালক আহমেদ জামাল, জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাতোশি নিশিকাতা, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জুবায়ের ওয়াফা এসময় উপস্থিত ছিলেন।