Mon. May 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৮: ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ উপ-নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে দাখিলকৃত তিনজন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছে জেলা নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শফিকুর রহমান।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এই যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। এসময় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বি,এম ফরহাদ হোসেন সংগ্রাম, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রেজোওয়ান আহমেদ ও মুফতী ফজলুল হক আমিনী (রহ:) এর রাজনৈতিক সংগঠন ইসলামী ঐক্যজোট প্রার্থী মাওলানা এ,কে, এম আশরাফুল হক উপস্থিত ছিলেন। এর আগে ১৪ ফেব্রুয়ারী জেলা নির্বাচন কর্মকতার কার্যালয়ে তিনজনই মনোনয়নপত্র দাখিল করেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,  উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ১৪ ফেব্রুয়ারী। এসময় তিনজন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেন। ১৬ ফেব্রুয়ারী যাচাই বাছাইয়ের শেষ দিনে তিনজন প্রার্থীই তাদের প্রস্তাবকারী ও সমর্থনকারীদের নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত ছিলেন। এসময় তাদের দেয়া সকল তথ্য উপাত্ত সঠিক থাকায় তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তবে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৩ ফেব্রুয়ারী। ভোট গ্রহণ হবে ১৩ মার্চ ।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সাংসদ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট ছায়েদুল হকের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।