খােলা বাজার২৪। শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৮: বাগেরহাটের মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রাম থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় শাহাদাত শেখ (৬৫) নামের এক ব্যাক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার উদয়পুর গ্রামের জনৈক নজরুল ইসলামের কলাবাগানে এলাকাবাসী শাহাদাত শেখের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মোল্লাহাট থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। নিহত শাহাদাত শেখ উদয়পুর গ্রামের মৃত রতন শেখের ছেলে।
নিহতের স্ত্রী মেরী বেগম ও বোন সাহেরা বেগম জানান, বৃহস্পতিবার রাত অনুমানিক ৮টার দিকে ভাত খেয়ে টর্চ লাইট ও মোবাইল নিয়ে ঘর থেকে বের হন শাহাদাত শেখ। পরে দীর্ঘ সময়ে ঘরে না ফেরায় তাকে সম্ভাব্য সব স্থানে খোঁজা হয়। এক পর্যায়ে রাত ৩টার দিকে নিকটস্থ মসজিদের মাইকে নিখোঁজ সংবাদ প্রচার করা হয়। শুক্রবার ভোরে সাহিদুল নামের জনৈক গাছী খেজুর গাছ থেকে রসের হাড়ি নামাতে গিয়ে শাহাদাত শেখের লাশ দেখতে পান। এসময় সাহিদুলের ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এসে পুলিশে খবর দেয়।
তারা আরো জানান, একটি জমি নিয়ে একই এলাকার জনৈক ব্যাক্তি ও তার পরিবারের সাথে শাহাদাতের বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে রাতের যে কোন সময় তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।