Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৮: চুয়াডাঙার আলমডাঙায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১০টি বাড়ি-ঘর। উপজেলার খুদিয়াখালী গ্রামের আবাসিক প্রকল্প এলাকায় শুক্রবার দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আগুনে আবাসিক প্রকল্পের কমপক্ষে ১০টি বাড়ি-ঘর পুড়ে গেছে।

জানা যায়, চুয়াডাঙা ও আলমডাঙা ইউনিটের ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

চুয়াডাঙা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার খালিদ হুসাইন জানান, চুলার আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে প্রায় ১৫ লাখেরও বেশি টাকার মালামাল পুড়ে গেছে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন