Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৮:  ইসরায়েলের সঙ্গে বিরোধপূর্ণ সমুদ্রসীমা নিয়ে যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে লেবানন। শুক্রবার লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি যুক্তরাষ্ট্রের বিশেষ দূতকে এই প্রত্যাখ্যানের কথা জানিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এখবর জানিয়েছে রয়টার্স।

লেবাননের কর্মকর্তারা জানান, ইসরায়েল ও লেবাননের মধ্যকার সমুদ্রসীমা নিয়ে বিরোধ নিরসনে কূটনৈতিক মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সীমান্তের একটি দেওয়াল ও বিরোধপূর্ণ জলসীমায় লেবাননের জ্বালানি অনুসন্ধান নিয়ে উভয় দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডেভিড সাটারফিল্ড লেবাননের স্পিকার ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী জেবরান বাসিল ও প্রধানমন্ত্রী সাদ হারির সঙ্গে বৈঠক করেন।

সাটারফিল্ডের সঙ্গে বৈঠকে লেবাননের স্পিকার বলেন, যে প্রস্তাব দেওয়া হয়েছে তা গ্রহণযোগ্য নয়।

লেবানন প্রস্তাবটি প্রত্যাখ্যান করলেও তাতে কী আছে সেটার বিস্তারিত জানা যায়নি।

এর আগে বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন লেবানন সফর করেন। তিনি দেশটির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও স্পিকারের সঙ্গে বৈঠক করেছেন। সূত্র : বাংলাদেশ প্রতিদিন