Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৮: গত ১ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ২০ জন পাকিস্তানি সেনাকে হত্যা করেছে ভারতীয় সেনাবাহিনী। আহত করেছে বহু মানুষকে।

নিয়ন্ত্রণ রেখা (এলওসি) সংলগ্ন এলাকায় পাল্টা আক্রমণের রণনীতি নিয়ে এই হত্যাকাণ্ড।

বৃহস্পতিবার সরকারি এক সূত্র থেকে জানা গেছে এ তথ্য। খবর টাইমস অব ইন্ডিয়ার। সূত্রের দাবি, ‘এলওসিতে কমান্ডিং অফিসারদের পাল্টা হামলা চালানোর পূর্ণ স্বাধীনতা দিয়েছে সেনাবাহিনী। এই নীতিই পাক সেনার বিরুদ্ধে প্রত্যাঘাত গড়ে তুলেছে। তাদের রক্তাক্ত করেছে।’

হাল্কা বন্দুক, ভারি মর্টার ও মিসাইলের সাহায্যে গত ৪-৫ মাসে ধ্বংস করা হয়েছে বহু পাক সেনা পোস্ট। পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়ে ব্যর্থ নরেন্দ্র মোদির সরকার। বারবার কংগ্রেসের তরফে যখন এই অভিযোগ করা হচ্ছে, তখনই পাল্টা আক্রমণের পথে হেঁটেছে সরকারের রণনীতি।

সাম্প্রতিক সঞ্জুয়ান হামলায় ৬ সেনার শহীদ হওয়া ও এক সাধারণ নাগরিকের মৃত্যুর ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। চলতি বছর জম্মু ও কাশ্মীরে ২৮০রও বেশি বার সংঘর্ষবিরতি লঙ্ঘন ও সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটিয়েছে পাকিস্তান।