খােলা বাজার২৪। শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৮: মেহেদী হাসান(জবি প্রতিনিধি):জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উদ্যোগে শনিবার দিনব্যাপী ‘সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সাংবাদিক সমিতির সভাপতি আশরাফুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন বিভাগে শিক্ষার্থী এবং ক্যাম্পাস রিপোর্টিংয়ে বিভিন্ন গণমাধ্যমের ৮০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
দুটি সেশনে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ‘সাংবাদিকতা ধারণা ও কৌশল’ বইয়ের লেখক ও অভিজ্ঞ প্রশিক্ষক ড. অলিউর রহমান। অনুসন্ধানী সাংবাদিকতায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ছয়বার পুরস্কারপ্রাপ্ত জবিসাসের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠের সিনিয়র রিপোর্টার এম মামুন হোসেন অনুসন্ধানী সাংবাদিকতা ও ক্যাম্পাস রিপোর্টিংয়ের ওপর প্রশিক্ষণ প্রদান করেন। ইংরেজি ভাষায় সাংবাদিকতা বিষয়ে ডেইলি স্টারের ক্রাইম রিপোর্টার জামিল খান এবং টেলিভিশন সাংবাদিকতা ও উপস্থাপনায় যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আখলাক উস সাফা বক্তব্য প্রদান করেন। প্রশিক্ষক হিসেবে ক্যাম্পাস সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন চ্যানেল নাইনের স্টাফ রিপোর্টার আরিফ হোসেন।