খােলা বাজার২৪। রবিবার, ১৮ফেব্রুয়ারি, ২০১৮: গত ছয় মাসে মিয়ানমার থেকে পালিয়ে আসা ছয় লাখ ৮৮ হাজার রোহিঙ্গাদের মধ্য থেকে প্রায় ৬০ শতাংশই ছিল শিশু। মিয়ানমারে তাদের ওপর জাতিগত নিধন, বাংলাদেশে এসে থাকার জায়গার অভাবসহ খাবারের সংকটের কারণে তাদের ওপর মানসিক চাপ পড়েছে। এই মানসিক চাপ কমাতে প্রায় ১৩০০ রোহিঙ্গা শিশু জাতিসংঘের অভিবাসন সংস্থা থেকে মানসিক সাহায্য নেয়।
গতকাল জাতিসঙ্গের অভিবাসন সংস্থা (আইওএম) এর তত্ত্বাবধায়নে ২৫ শিশুকে তাদের নিজেদের স্বপ্ন এবং ইচ্ছা সম্পর্কে একটি করে ছবি আঁকতে বলা হয়েছিল। এই চিত্র কর্মশালায় বিভিন্ন শিশু বিভিন্ন কিছু আঁকলেও প্রায় সকলের আঁকা ছবিতেই একটি বাড়ি ছিল।
কিছু কিছু শিশু এঁকেছিল বিভিন্ন ধরণের ফুল এবং গাছপালা, কেউ কেউ এঁকেছে ঘর এবং তাদের পরিবার, অথবা তাদের প্রিয় বন্ধুদের একটি দল। এছাড়াও অনেক শিশুরা বাংলাদেশের লাল সবুজ পাতাকাটিও আঁকে।
আইওএম’এর মনোসামাজিক সহায়তা সমন্বয়কারী এবং এই কর্মশালার পরিচালক অল্গা রেবোল্লেডো বলেন, ‘বাচ্চাদের সাথে এরকমভাবে সময় কাটাতে পারা সত্যি আনন্দের। এরকম কর্মশালা তাদের মানসিক অবস্থা বুঝতে সাহায্য করে