খােলা বাজার২৪। রবিবার, ১৮ফেব্রুয়ারি, ২০১৮: কিশোরগঞ্জে ৩ হাজার ৪শ পিস ইয়াবা ট্যাবলেটসহ শফিকুল ইসলাম (২৩) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাত ৮টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের কালিকাবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাদক বিক্রেতা শফিকুল ওই এলাকার মো. নিজাম উদ্দিন ওরফে আউলিয়ার ছেলে।
র্যাব-১৪ এর সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পরিচালক লেফট্যানেন্ট এম শোভন খান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার যশোদল ইউনিয়নের কালিকাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ শফিকুলকে আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।