Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। রবিবার, ১৮ফেব্রুয়ারি, ২০১৮:  বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ও গাড়ি নির্মাতা সংস্থাগুলো ইতোমধ্যে অটোমেটিক গাড়ি তৈরির প্রতিযোগিতায় নেমেছে। আর এবার অটোমেটিক গাড়ির সঙ্গে যোগ হচ্ছে অটোমেটিক জাহাজ। যাত্রী পরিবহনের জন্য নয় স্বচালিত যুদ্ধজাহাজ বানিয়েছে মার্কিন ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি (ডারপা)। শীঘ্রই শত্রুর সাবমেরিনকে ধাওয়া করার কাজে ব্যবহার করা হতে পারে এই স্বচালিত জাহাজ।

নতুন জাহাজটির নাম বলা হয়েছে ‘সি হান্টার’। বেশ কয়েকবার সফল পরীক্ষার পর মার্কিন নৌবাহিনীকে একটি প্রোটোটাইপ পাঠিয়েছে ডারপা। কোন নাবিক ছাড়াই সমুদ্রে কয়েক মাস চলতে পারবে জাহাজটি। ১৩২ ফুট দৈর্ঘ্যের সি হান্টার সর্বোচ্চ ২৭ নটিকাল মাইল বেগে চলতে পারবে বলে কলকাতা টুয়েন্টিফোর’র এর প্রতিবেদনে উল্লেখ করা হয়।

২০১২ সাল থেকে জাহাজটি তৈরির কাজ চলছিল। এটি তৈরিতে ব্যয় হয়েছে দুই কোটি মার্কিন ডলার। চলতি বছরের শেষ দিকে জাহাজটি অপারাশেনে যাবে বলে জানা যায়।