Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। রবিবার, ১৮ফেব্রুয়ারি, ২০১৮: মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন শিশুসহ নিহত ১৪। হেলিকপ্টারে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলফন্সো নাভারাতে প্রিদা ও ওসাকা রাজ্যের গভর্নর আলেজন্দ্রো মুরাতসহ বেশ কয়েক জন সরকারী কর্মকর্তা ছিলেন। তারা দুইজন অক্ষত থাকলেও এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছিল, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মেক্সিকোর ওয়াজাকা রাজ্যের পিনোতেপা থেকে প্রায় ২ কিলোমিটর দক্ষিণে পিনাতোপ দে দনলুইসে। মাটির ২৪.৬ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের সৃষ্টি হয়। জায়গাটি রাজধানী মেক্সিকো সিটি থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে। এই ভূমিকম্পের কারণে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য ওসাকায় কমপক্ষে ৫০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। রাজ্যের গভর্নর জানিয়েছেন, এক লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী আলফোসানো নাভারেতে এক বিবৃতিতে বলেছেন, তার এবং ওসাকার গভর্নর আলেজান্দ্রো মুরাতের মারাত্মক কোনও ক্ষয়ক্ষতি হয়নি। হেলিকপ্টারটি অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি।

এর আগে গত সেপ্টেম্বর মাসে মেক্সিকোতে ভয়াবহ ভূমিকম্পে কমপক্ষে ৪৭১জন নিহত হয়। দেশটি ওই ভূমিকম্পের ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আবারও বড় ধরনের ভূমিকম্প আঘাত হানলো। আর তারই খোঁজ-খবর নিতে গিয়ে হেলিকপ্টার দুর্ঘটনায় এই হতাহতের ঘটনাটি ঘটলো