খােলা বাজার২৪। রবিবার, ১৮ফেব্রুয়ারি, ২০১৮: রোহিঙ্গাদের ফেরত দেওয়ার বিষয়ে আমাদের কূটনৈতিকরা বড় একটি ভুল করেছে। একটি আলোচনায় আমরা দেখেছি আমাদের কূটনৈতিকরা মিয়ানমারের দৃষ্টিভঙ্গিকেই প্রধান্য দিয়েছে। বলতে গেলে মিয়ানমার যেভাবে চেয়েছে তারা সেই ভাবেই সম্মতিজ্ঞাপন করেছে। যারা নিরীহ মানুষকে নির্বিচারে পাখির মত হত্যা করেছে এই রোহিঙ্গারা আবার তাদের কাছে ফিরে যাবে এটা যে কতটা অবাস্তব একটা বিষয় সেটা আমাদের কূটনৈতিকরা বুঝতেই পারিনি।
শনিবার দিবাগত রাতে চ্যানেল আইয়ের আজকের সংবাদপত্র অনুষ্ঠানে এমন মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শাহিদুজ্জামান।
তিনি আরো বলেন, বাংলাদেশের যারা মিয়ানমারের সাথে কূটনৈতিক আলোচনা করেছেন তাদের উচিত হলো মিয়ানমারের কূটনৈতিকদের শর্ত দেওয়া যে, যে বাহিনী রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা করেছে সেই বাহিনীকে আরাকান থেকে সরিয়ে নিতে হবে এবং জাতিসঙ্গের একটি বাহিনীকে আরকানে নিয়ে আসা। বাংলাদেশের সাথে যে আলোচনা হয়েছে সেখানে বড় একটি ফাঁকি রয়েছে। এটা বোঝা যাচ্ছিলো যে, এ আলোচনা কোনো কাজে আসবে না।
শাহিদুজ্জামান আরো বলেন, মিয়ানমার অনেক কথা শর্ত ভঙ্গ করেছে। তারা আমাদের সাথে একধরেণের কথা বলেছে আর মিয়ানমারে ফিরে গিয়ে অন্য কথা বলেছেন। এসব থেকে আমরা স্পষ্টই বুঝতে পারছিলাম তারা আমাদের কথা রাখবে না। এবং তারা সেটাই করেছে।