Wed. Oct 22nd, 2025
Advertisements

খােলা বাজার২৪। রবিবার, ১৮ফেব্রুয়ারি, ২০১৮: হঠাৎ করেই কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো রাজধানী। রোববার সকালে ঘরের বাইরে এসে অপ্রস্তুত নগরবাসী মুখোমুখি হয়েছেন তীব্র কুয়াশার। পাশাপাশি ছিল হালকা শৈত্য প্রবাহ। সূর্য উঠলেও দিনের শুরু থেকে কয়েক ঘণ্টা পর্যন্ত তার দেখা মেলেনি।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, শীতের মৌসুম শেষ হলেও এখনো তার কিছু প্রভাব আছে। সকালে তাপমাত্রার পরিমাণ খুবই কম থাকে ফলে কুয়াশার সৃষ্টি হয়। তবে ধীরে ধীরে তাপমাত্রা বাড়লে কুয়াশা কেটে যায়।

এদিকে আবহাওয়া অফিস আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানায়, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অফিস সূত্র জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।