খােলা বাজার২৪। রবিবার, ১৮ফেব্রুয়ারি, ২০১৮:(পিরোজপুর প্রতিনিধি) জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার প্রতিবাদে এবং মুক্তির দাবিতে পিরোজপুর জেলা বিএনপি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিয়েছে দলটি।
পিরোজপুর জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল ও সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগির হোসেনের নেতৃত্বে জেলার নেতাদের নিয়ে আজ রোববার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেন । এ সময় জেলা বিএনপির সর্বস্তরের কয়েক শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার থেকে শুরু হওয়া তিন দিনের শান্তিপূর্ণ কর্মসূচির দ্বিতীয় দিনে স্মারকলিপি দিল বিএনপি। গতকাল শনিবার গণস্বাক্ষর কর্মসূচির মধ্য দিয়ে এটি শুরু হয়।
গত ৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান। একই মামলায় অন্য আসামি খালেদার বড় ছেলে তারেক রহমানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার পর পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। এর পর থেকেই খালেদা জিয়ার মুক্তির দাবিতে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসেছে পিরোজপুর জেলা বিএনপি।
রায়ের প্রতিবাদে পিরোজপুর জেলা বিএনপি বিক্ষোভ কর্মসূচি পালন করেন দলের নেতাকর্মীরা। ১০ ফেব্রুয়ারি থানা, উপজেলাইয় প্রতিবাদ সমাবেশ, ১২ ফেব্রুয়ারি মানববন্ধন, ১৩ ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি ও ১৪ ফেব্রুয়ারি অনশন কর্মসূচি পালন করে পিরোজপুর জেলা বিএনপি।