খােলা বাজার২৪। সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৮: টেকনাফে বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ১লাখ ৩০হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ কাঠের নৌকা জব্দ করেছে।
সূত্র জানায়, রোববার ভোর ৪টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির সুুুুবেদার আতাউর রহমান গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা চৌধুরী পাড়ার আনোয়ার প্রোজেক্ট এলাকায় লবণ মাঠে অভিযানে গেলে ২জন লোক একটি পলিথিনে মোড়ানো পোটলা নিয়ে যাওয়ার সময় চ্যালেঞ্জ করা মাত্র মাটিতে ফেলে পালিয়ে যায়।
ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ইয়াবার পোটলা উদ্ধার করে। পরবর্তীতে তা ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৬০লাখ টাকা মূল্যের ২০হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
এছাড়া ওইদিন রাত সাড়ে ১০টায় একই বিওপির বিশেষ টহল দল মিয়ানমার হতে ইয়াবার চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ওয়াব্রাং এলাকায় অভিযানে গিয়ে কেউড়া বাগানে অবস্থান নেই । কিছুক্ষণ পর একটি কাঠের নৌকা নিয়ে ২/৩জন কিনারায় পৌঁছলে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করামাত্র লাফ দিয়ে সাতার কেটে ওপারে চলে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে নৌকাটি জব্দ করে তল্লাশী চালিয়ে একটি বস্তা উদ্ধার করে। যা ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৩ কোটি ৩০ লক্ষ টাকা মূল্যের ১লাখ ১০হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরবর্তীতে উর্ধ্বতন মহল, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, মিডিয়া-কর্মীসহ সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।