Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৮:  ইরানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় বিমানটির ৬৬ জন আরোহীর সকলেই নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রোববার দেশটির তৃতীয় বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা ‘অসিম্যান এয়ারলাইন্সের’ একটি বিমান ৬০ জন যাত্রী ও ৬ জন ক্রু নিয়ে রাজধানী তেহরান থেকে ইয়াসুগ শহরে যাবার পথে রাডারের সাথে সংযোগ হারিয়ে ফেলে। পরবর্তীতে বিমানটি সেমিরন শহরের নিকটবর্তী যাগ্রস পর্বতে এসে নিয়ন্ত্রন হারিয়ে বিধ্বস্ত হয়।

তেহরানে’র মেহরাবাদ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি উড্ডয়নের প্রায় ৪৫ মিনিট পরেই বিমান বন্দরের যোগাযোগ কক্ষের রাডারের সাথে সংযোগ হারিযে ফেলে।

বিমানটির উদ্ধার অভিযানকারী দল জানিয়েছে খারাপ আবহাওয়ার কারণে তারা এখনও উদ্ধারাভিযান পুরোপুরিভাবে শুরু করতে পারেনি। তবে তারা ধারণা করছে যে বিমানটির আরোহীদের সকলেই নিহত হয়েছে।