Tue. Oct 14th, 2025
Advertisements

খােলা বাজার২৪। সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৮:  ইসরায়েলের বায়োটেক কোম্পানি বোনাস বায়োগ্রুপ কৃত্রিম হাড় তৈরিতে সফলতা পাওয়ার পর পরীক্ষমূলক অস্ত্রোপচারের মাধ্যমে অন্তত ৬০ জন রোগির শরীরে তা স্থাপনের উদ্যোগ নিয়েছে। চার বছর আগে প্রথম এধরনের উদ্যোগে সফলতা পাওয়ার পর ৩২ জন রোগির শরীরে এধরনের কৃত্রিম হাড় সংযোজন করা হয়েছিল। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ডা. শাই মেরেৎজকি জানান, দ্বিতীয় ধাপে মানব শরীরে হাড়ের বৃদ্ধি ঘটাতে সক্ষম হয়েছেন চিকিৎসা বিজ্ঞানীরা। এ হাড় মানুষের হাড়ের চেয়ে অন্তত ৭গুণ বেশি শক্ত। শিশুদের শরীরে যেভাবে হাড়ের বৃদ্ধি ঘটে একইভাবে বয়স্কদের হাড়ে সে ধরনের হাড় বেড়ে ওঠে বলে জানান তিনি।

লিপোসাকসন পদ্ধতিতে মানবশরীরের চর্বিকোষকে ব্যবহার করে এধরনের হাড় তৈরি করা হয়েছে। তারপর তা মানবশরীরে সংযোজন করার দুই সপ্তাহ পর তা আরো বৃদ্ধি পায়। এধরনের হাড়ের নাম দেওয়া হয়েছে ‘বোনোফিল’। যে সব রোগি ক্যান্সার, দুর্ঘটনায় হাড়ের ক্ষতি, হাড়ক্ষয়, সংক্রমণে ভুগছেন তাদের জন্যে এধরনের হাড় বিশেষভাবে উপকারে আসবে। প্রচলিত পদ্ধতিতে মানবশরীরে এধরনের কৃত্রিম হাড় সংযোজনে ৯০ হাজার ডলার খরচ হলেও ইসরায়েলের ল্যাবে তৈরি হাড় সংযোজনে খরচ কম বলেও দাবি করা হয়েছে। টাইমস অব ইসরায়েল