Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 খােলা বাজার২৪। সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৮:  দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজটা হারের পর ওয়ানডে সিরিজে দারুনভাবে ঘুরে দাঁড়িয়েছে সফরকারী ভারত। ৬ ম্যাচের সিরিজটা ৫-১ এ জিতে নেয়। আর আজ শুরু হয় তিন ম্যাচ সিরিজের টি-২০ সিরিজ। জোহানেসবার্গে শুরু হওয়া প্রথম ম্যাচে ২৮ রানে জিতে জয়ের ধারা বজায় রাখলো টিম ইন্ডিয়া।

জোহানেসবার্গে টসে হেরে ব্যাটিং করতে নামে বিরাট কোহলির সেনারা। রোহিত শর্মা, শেখর ধাওয়ান, বিরাট কোহলি, মনিষ পান্ডিয়াদের দুর্দান্ত ব্যাটিংয়ে ২০ ওভারে ২০৩ রানের বড় একটা সংগ্রহ দাঁড় করায়।

২০৪ রানের জবাবে শুরুটা বেশি ভালেঅ করতে পারেনি স্বাগতিকরা। ৪৮ রানেই হারিয়ে ফেলে ৩ উইকেট। তবে বেহার্দিন ও হেনরিকসের ৮১ রানের বড় জুটিতে ভর করে জয়ের স্বপ্ন দেখছিল প্রোটিয়রা। কিন্তু সে স্বপ্নে বালি ঢেলে দেন ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার। ৪ ওভার বোলিং করে ২৪ রানের বিনিময়ে নেন ৫টি মূল্যবান উইকেট। শেষ পর্যন্ত ২০ ওভার ব্যাটিং করে ৯টি উইকেট হারিয়ে ১৭৫ রান তুলতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা।

ফলে জয় থেকে ২৮ রান দূরে থাকে স্বাগতিকরা। প্রথম ম্যাচ জিতে সফরকারী ভারত ১-০ তে এগিয়ে থাকলো। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী ২১ ফেব্রুয়ারি। বল হাতে প্রোটিয়া ব্যাটিং লাইনকে গুড়িয়ে দেয়া ভুবনেশ্বও কুমার ম্যাচসেরা নির্বাচিত হন।