খােলা বাজার২৪। মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৮: চুকয়াডাঙ্গায় চার অভিযুক্ত ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের একটি মাঠ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা পুলিশের দাবি, আটকরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তাদের কাছ থেকে চারটি শক্তিশালী বোমা ও পাঁচটি ধারালো হাসুয়া উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন জীবননগর উপজেলার কয়া গ্রামের নাজমুল হকের ছেলে হোসেন আলী (২৭), সদর উপজেলার দৌলতদিয়াড় গ্রামের সর্দারপাড়ার মৃত সাইদুর রহমানের ছেলে লাভলু (৩২), দামুড়হুদা উপজেলার ওসমানপুর গ্রামের গোলাম রহমানের ছেলে সেলিম (২৫) ও একই উপজেলার কালিয়াবকরী গ্রামের মৃত বদর উদ্দীনের ছেলে আব্দুস সামাদ (৩৩)।
পুলিশ জানায়, হোগলডাঙ্গা গ্রামের ছালাভরা মাঠে বেশ কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে পুলিশ চারজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশের এসআই আশরাফুল ইসলাম জানান, গ্রেপ্তারদের মধ্যে তিনজন আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। তাদের বিরুদ্ধে এর আগেও জেলার একাধিক সড়কে ডাকাতির অভিযোগ রয়েছে।