Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৮: ব্রেক্সিট বিষয়ে স্পষ্ট ধারণা ও দিকনির্দেশনা পাওয়ার দাবি জানিয়েছেন ব্রিটিশ ব্যবসায়ীরা। ব্রিটেনের উৎপাদনকারী সংগঠনগুলোর পক্ষ থেকে মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মের উদ্দেশ্যে এ দাবি জানান তারা। তারা বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বা ইইউ থেকে বেরিয়ে আসার পর শিল্পখাতে সুস্পষ্ট দিকনির্দেশনা প্রয়োজনীয়তা রয়েছে।

ইঞ্জিয়ারিং এমপ্লয়ার্স ফেডারেশন বা ইইএফ গ্রুপের চেয়ারম্যান জুডিথ হ্যাকেট বলেন, ‘আমরা আশা করি আগামী মাসের মধ্যেই আমাদের প্রধানমন্ত্রী তার ইইউ অংশীদারদের কাছ থেকে আনুমানিক দু’বছরের জন্য নিরাপদ একটি রূপান্তর চুক্তি করতে সমর্থ হবেন।’

তিনি বলেন, বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হল, ব্রিটিশ ব্যবসায় প্রতিষ্ঠানগুলো পুরোপুরি ধোঁয়াশার মধ্যে রয়েছে। কেননা, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বা কী ঘটতে চলেছে, সে সম্পর্কে আগে থেকে কিছুই ধারণা করা যাচ্ছে না।

প্রসঙ্গত, ইইউ থেকে বেরিয়ে আসার পর এর পরবর্তী কর্মসূচি নির্ধারণে একটি স্থায়ী চুক্তি করতে চায় ব্রিটেন। সেক্ষেত্রে, ইইউ সদস্যদের সাথে ব্যবসায়, সীমান্ত, অংশীদারিত্ব সবকিছু নিয়েই দেন-দরবার চালাতে হবে দেশটিকে।

হ্যাকেট বলেন, সরকারকে অবশ্যই পরিবর্তিত পরিস্থিতিতে নতুন ব্যবসায়িক বাধা, ঝামেলাপূর্ণ কাস্টমস ব্যবস্থা এড়িয়ে চলতে হবে। এছাড়া, ইইউ’তে কাজ করা কর্মীরা যে ব্রিটেনে ফিরে আসছে সেবিষয়ক ঝুঁকি নিয়েও সবাইকে সতর্ক থাকতে হবে। রয়টার্স