Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৮:  ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টানা তিনটা সিরিজেই একবারেই বিধ্বস্ত হলো টাইগাররা। দুর্দান্ত জয় দিয়ে শুরু করলেও শেষে ছিলো পরাজয়ের গ্লানিতে ভরা। ত্রিদেশীয় সিরিজ আর টেস্টে শিরোপা হাতছাড়ার পরই হঠাৎ করে জাতীয় দলে সুযোগ পায় একঝাঁক তরুণ। দুই ম্যাচের সিরিজে ছয় নতুন মুখ নিয়েও সেই ব্যর্থতা।

এই বিষয়টা নিয়ে কথা বলেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি। তিনি মনে করেন যে, জাতীয় দলের খেলোয়াড়দের মানসিকভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচে দলে নেয়া হয়েছিলো আফিফ, জাকির হাসান, মেহেদি, আরিফুল,নাজমুল অপু, এবং আবু জায়েদকে। ঘরোয়া এবং অনুর্ধ্ব-১৯ দলে ভালো পারফরম্যান্স করেই জাতীয় দলে এসেছে। কিন্তু প্রশ্ন হলো যে, জাতীয় দলে কি এমন বিপর্যয় হলো যে এক সঙ্গে ছয় জনকে নিতে হবে? নির্বাচকরা নানা কারণ দেখালেও, এই বিষয়টি সহজ ভাবে নিতে পারেননি দেশের ক্রিকেটপ্রেমীরা।

ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার কাছে জাতীয় দলের এমন বিপর্যয় সম্পর্কে জানতে চাওয়া হয়। তিনি বলেন,‘ আমাদের ক্ষেত্রে যেটা হয়, কোন ক্রিকেটার যদি একটু ভালো খেলে তাহলে আমরা ধরেই নেই যে সেই সেরা। আপনি মাহেন্দ্র সিং ধোনির দিকে তাকান, উনি মানসিক ভাবে এতোই সচেতন যে, খেলার যেকোন মুহূর্ত থেকে খেলাটাকে শেষ দুই তিন ওভার পর্যন্ত নিয়ে যেতে পারেন।

এছাড়া তিনি আরো বলেন, ‘যারা নতুন আসে ওরা এখনো জানেই না যে আর্ন্তজাতিক খেলাগুলো কতটা কঠিন। যার কারণে হঠাৎ করে খেলতে গিয়ে তাই ওরা প্রেশারে পড়ে যায়। তাই আমাদের উচিত মানসিক ভাবে আগে নিজেদের নিয়ন্ত্রণ করা।’