Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৮: বাংলাদেশ ক্রিকেটের অবস্থা দেখে নিজের ফেসবুক পেজ-এ একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল। আমাদেরসময় পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো।

তিনি তার ফেসবুক পেজ-এ লিখেছেন- ধ্বস নেমেছে শিক্ষা, ব্যংকিং, নির্বাচন এবং আইন ব্যবস্থায়। এবার ধ্বস নামলো ক্রিকেটেও। গর্বিত বা আনন্দিত হওয়ার আর বোধহয় কিছু নাই এদেশে!

তার এই স্ট্যাটাসের পর অনেকেই বিভিন্ন মতামত জানিয়েছেন। আর পলাশ রহমান নামে একজনে লিখেছেন- কয়েকদিন পরে আওয়ামীলীগের ধ্বস নামবে waiting for inter feud between BAL and BCL।

আমিনুল আমির লিখেছেন- গাধা দিয়ে যেমন হাল চাষ হয়না বাংলদেশের ক্রিকেটের নির্বাচকমন্ডলীর অবস্থা ঠিক তেমনই!! এ লজ্জা কাউকে দেখানোর মত না!

নাইমুল ইসলাম নাইম লিখেছেন- সব জায়গায় “স্বৈরাচারি” শাসন চলছে। বিসিবিতে নির্বাচন হওয়ার কথা থাকলেও জনাব পাপন স্বৈরাচারি কায়দায় এখনো সভাপতির দায়িত্ব পালন করছেন!

যাকির হোসাইন লিখেছেন- কী স্ট্যাটাস দিলেন এইটা? অথচ বিএনপি এর সময় ক্রিকেট ধ্বংস হয়ে ছিল। সেইখান থেকে আজ প্রতি ম্যাচ জয়ের স্বপ্ন দেখতে পারেন। সুতরাং এত অকৃতজ্ঞ হয়েন না।