খােলা বাজার২৪। বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৮: অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে টেকসই নদীপথের উন্নয়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান।
গতকাল মঙ্গলবার ডিসিসিআই কর্তৃক আয়োজিত ‘আভ্যন্তরীণ নৌপথঃ আর্থিক সম্ভাবনার সুযোগ’ বিষয়ক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান।
ড. মশিউর রহমান বলেন, বর্তমানে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭%-এর বেশি রয়েছে, তবে দক্ষতা উন্নয়ন ও প্রয়োজনীয় নীতিমালার সংস্কার করা হলে প্রবৃদ্ধির এ ধারাকে ৮.৫% হতে ৯% উন্নীত করা সম্ভব। সকল সমুদ্র বন্দর, নদীবন্দর এবং স্থলবন্দর সমূহের অবকাঠামো উন্নয়ন ও নিয়োজিত মানবসম্পদের দক্ষতা উন্নয়নের উপরও গুরুত্ব দেন তিনি।
সেমিনারে স্বাগত বক্তব্যে ডিসিসিআই সভাপতি আবুল কাসেম খান বলেন, বাংলাদেশের অবকাঠামো খাতের কাঙ্খিত উন্নয়ন হয়নি এবং এক্ষেত্রে নৌপরিবহন খাতের অবস্থান আরোও নাজুক। বিশেষত চট্টগ্রাম বন্দর হতে কন্টেইনার পরিবহনে আমাদের সড়ক ও রেল পথের উপর বেশিমাত্রায় নির্ভরশীল, তবে এ ক্ষেত্রে নৌপথ ব্যবহার বাড়ানো সম্ভব হলে সময় এবং ব্যবসায় ব্যয় উল্লেখযোগ্য হারে কমে আসবে। তিনি প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল সমূহের সাথে নৌপথ ও সমুদ্রবন্দর সমূহের সাথে যোগযোগ বাড়াতে কার্যকর পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের আহবান জানান।