খােলা বাজার২৪। বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৮: একুশের প্রথম প্রহরেকেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ইসলামী ব্যাংকের শ্রদ্ধা নিবেদন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মেজর জেনারল (অব.) ইঞ্জিনিয়ার আব্দুল মতিন, পরিচালক বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদিন এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম-এর নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পন করা হয়। এসময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও উপ ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ সহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।