খােলা বাজার২৪। বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৮: মহান ২১ ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীর শ্রেষ্ঠ সন্তান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
আজ সকাল ৮ টায় রাজধানীর আজিমপুর কবরস্থানে বিএনপির নেতৃবৃন্দ শহীদ শফিউর রহমান, শহীদ আবুল বরকতের কবরে এ শ্রদ্ধা নিবেদন করেন। এসময় ওলামা দলের সভাপতি মাওলানা নেসার দোয়া মোনাজাত পরিচালনা করেন।
মহাসচিবের নেতৃত্বে দলের নেতাকর্মীরা রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে আজিমপুর কবরস্থনে জিয়ারত শেষে, আজিমপুর মোড় হয়ে, পলাশী হয়ে, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের জগন্নাথ হলের পাশ দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে রওনা হয়।
বিএনপির পক্ষ থেকে মহাসচিবের নেতৃত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ, বরকতুল্লাহ বুলু, ইনাম আহমেদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, জয়নাল আবদিন ফারুক, হাবিবুর রহমান হাবিব, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ উপস্থিত হয়েছেন।