
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশে মুক্তিযোদ্ধা আশরাফ ডায়াগনস্টিক সেন্টারের মালিক স্টাফদের বকেয়া-বেতন না দিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ করেছে ভুক্তভুগী কর্মচারীরা।
অভিযোগ থেকে যানা যায়,পলাশ উপজেলা সদর রোডে অবস্থিত মুক্তিযোদ্ধা আশরাফ ডায়াগনস্টিক সেন্টারের মালিক আশরাফ উল্লাহ কর্মচারীদের লাক্ষ লাক্ষ টাকা বেকেয়া-বেতন না দিয়ে প্রতিষ্ঠানের যন্ত্র পাতি সরিয়ে ফেলেন।বকেয়া-বেতন চাইলে উল্টো মামলা-হামলার হুমকি দিয়ে যাচ্ছেন তিনি।
ল্যাব ইনচার্জ পাপিয়া বলেন,আমি চার মাসের ৪৮ হাজার টাকা পাই।দিবো,দিচ্ছি বলে উনি এখন আমার ফুন রিসিব করেন না।
এছাড়াও পার্টনারদের প্রায় ১০ লাক্ষ টাকা আত্মশাদের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
কালিগঞ্জ সেন্ট্রাল হাসপাতালের পরিচালকও তিনি।বিভিন্ন সময় বিভিন্নস্থানে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার খুলে সাধারণ মানুষের সাথে এক অভিনব প্রতারনা করে যাচ্ছেন আশরাফ উল্লাহ।
এসব ব্যাপারে অভিযুক্ত আশরাফ উল্লাহ’র মোবাইলে কয়েকবার ফুন দিলেও তিনি ফুন রিসিব করেনি।
ভুক্তভোগী কর্মচারীরা তাদের ন্যায্য বকেয়া-বেতন আদায় করতে আইনপ্রয়োগকারী সংস্থার আশু হস্তক্ষেপ কামনা করছেন।


