
আবুল হাসনাত তুহিন ফেনী: বাংলাদেশ জামায়াতে ইসলামী দাগনভূঁঞা উপজেলা ১ নং সিন্দুরপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উদ্যোগে কুরবানপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে ৭ নভেম্বর শুক্রবার রাতে,ভোট কর্মী সমাবেশে প্রধান মেহমানের বক্তব্যে ডা: মো: ফখরুদ্দিন মানিক বলেন,বাংলাদেশকে আবার সংকটের মধ্যে নিপতিত করার ষড়যন্ত্র হচ্ছে। রাজনীতিবিদদের নিয়ে ঐক্যমত কমিশনের উদ্যোগে সংস্কার প্রস্তাবনায় সিদ্ধান্তগুলোতে কোন কোন রাজনৈতিক দল আপত্তি তুলছেন। জুলাই সনদের আইনি ভিত্তির আদেশ এর প্রস্তাবনায় গনভোটের দাবী আজকে জনদাবীতে পরিনত হয়েছে। সুতারাং অন্তবর্তীকালীন সরকারের উচিত নভেম্বরের মধ্যে গনভোটের তারিখ ঘোষনা। কোন দলের ইংগীতে এ ব্যাপারে সময় ক্ষেপন জাতীয় রাজনীতিতে অস্থিরতা তৈরী হচ্ছে।আগামী ১১ তারিখ সমমনা ৮ দলের ঘোষিত মহাসমাবেশের পুর্বে গনভোটের তফসিল ঘোষনা করে জনমনে স্বস্তি ফিরিয়ে আনুন। তিনি সবাইকে উদ্বেগ ,উৎকন্ঠা মুক্ত হয়ে জাতীয় নির্বাচনে দাড়িপাল্লা প্রতীককে বিজয় করার জন্য সাহসিকতার সাথে কাজ করার আহবান জানান।
সমাবেশে বিশেষ মেহমানের বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর মাও গাজী সালেহ উদ্দিন , রাজাপুর ইউনিয়ন আমীর মাও আব্দুজ্জাহের, ইউনিয়ন আমীর মাও জাহাঙ্গীর আলম ,ইউনিয়ন সেক্রেটারী মাও মোশাররফ হোসেন , কুরবানপুর রহমানিয় মাদ্রাসার সুপার ,হাফেজ আবুল বাশার, বসুরহাটা ইসলামীয়া কামিল মাদ্রাসার অধ্যাপক আইয়্যুব আলি সহ অন্যান্য নেতৃবৃন্দরা।


