খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৮: বিতর্কিত সাইবার মুদ্রা বিটকয়েনের এ্যাম্বাসাডার হলেন হলিউড তারকা স্টিভেন সিগাল। টুইটার বার্তায় বিষয়টি জানিয়েছেন স্টিভেন নিজেই। সারাবিশ্বে বিটকয়েন নিয়ে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হবেন তিনি। বিটকয়েন নিয়ে আস্থা অর্জনে তার ভূমিকা কার্যকর হবে এমনটাই আশা উদ্যোক্তাদের। বিটকয়েনকে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে আরো গতিশীল করতে ক্রিপটোকারেন্সি প্রকল্পের অধীনে স্টিভকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। স্পুটনিক
বিটকয়েন নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত রয়েছে। এ মুদ্রা লেনদেনে সুদের হার বা বিনিয়োগরা যাতে তা ব্যবহার করেন এজন্যে ওয়েবসাইটে ১৬ পাতার বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়েছে। তবে ওয়েবসাইটে বিটকয়েন নিয়ে উদ্বেগ দূর করার জন্যে বিস্তারিত কোনো তথ্য নেই। কয়েনডেস্ক’এর এক প্রতিবেদনে বলা হয়েছে বিটকয়েন বাজারে চালু হবার পর শুরুতেই বিনিয়োগকারীরা বিপুল পরিমাণ লভ্যাংশ হাতিয়ে নেওয়ায় মুদ্রাটি নিয়ে উদ্বেগ ও সংশয়ের মধ্যে পড়ে যান অনেকে।