Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৮(পিরোজপুর জেলা প্রতিনিধি): আজ ২২ শে ফেব্রুয়ারি ২০১৮ইং সকালে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় দেশমাতার মুক্তির দাবিতে গনস্বাক্ষর সংগ্রহ, সমান্বয় ও নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, পিরোজপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন।

এসময় তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন, শান্তিপূর্ন জনগনের অংশগ্রহনমূলক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দেশমাতার মুক্তির আন্দোলন তরান্বীত করতে হবে। এবং এদেশে একটি নিরাপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে জনগনকে সাথে নিয়ে এ সরকারকে বাধ্য করতে হবে এবং আন্দোলনের মাধ্যমেই দেশমাতা বেগম খালেদাজিয়াকে মুক্ত করব ইনশাহ্‌আল্লাহ্‌ । 

এসময় আরো উপস্থিত ছিলেন  জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক শেখ শহিদুল্লাহ শহিদ, জেলা যুবদলের কো-আহবায়ন এ্যাডঃ মনিরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য জালাল আহম্মেদ শিকদার, আলমগীর হোসেন সরদার, জেলা ছাত্রদল নেতা তানজিদ হাসান (সাওন), মেহেদী হাসান সহ ভান্ডারিয়ার বিপুল সংখ্যক নেতাকর্মীরা তার সাথে ছিলেন।

আলমগীর হোসেন আরো বলেন, পিরোজপুর জেলায় ৩ লক্ষাধিক সাধারন জনগনের গন-স্বাক্ষর সংগ্রহের লক্ষে আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই গন-স্বাক্ষর অভিযান চলতে। ২৫ শে ফেব্রুয়ারি রোজ রবিবার জেলার গন-স্বাক্ষর সংগ্রহ করে কেন্দ্রে জমা দেওয়া হবে। তিনি ভান্ডারিয়া উপজেলা বিএনপি সহ সকল অংঙ্গ সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।