Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৮: মেহেদী হাসান(জবিপ্রতিনিধি): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্বিভাগের ৯ম ব্যাচের (২০১৩-১৪ শিক্ষাবর্ষ) বিবিএ শিক্ষা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত। আজ (২২ ফেব্রুয়ারি-২০১৮) বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিতহয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাঃ আলী নূর-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃশওকত জাহাঙ্গীর।
এসময় বিশ্ব বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।