খােলা বাজার২৪। শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৮: তুরস্কের অন্যতম প্রধান শহর ইস্তাম্বুলে শনিবার এক গণবিবাহের অনুষ্ঠানে ১০০ ফিলিস্তিনি দম্পতির মাঝে বিবাহের আয়োজন করা হয়েছে।
মেহির ফাউন্ডেশন নামক একটি প্রতিষ্ঠান এ গণবিবাহের আয়োজন করেছে। এ ছাড়াও এ আয়োজনে আরও সহযোগীতা করছে সুলতান বেইলি এলাকার পৌরসভা, মেহির ফ্যামিলি ফাউন্ডেশন এবং দ্যা অ্যাসোসিয়েশন অব প্যালেস্টিনিয়ান স্কলার্স।
ইস্তাম্বুলের সুলতান বেইলি স্পোর্টস সেন্টারে এ গণ বিবাহের আয়োজন করা হবে। দম্পতিদের উপহার ও ঘর সাজানোর জন্য বৃহস্পতিবার মধ্য কনিয়া প্রদেশ থেকে ইতোমধ্যে ৪ ট্রাক ভর্তি মালামাল আনা হয়েছে। মালামাল সমূহের মধ্যে আসবাবপত্র থেকে শুরু করে গহনা, পরনের পোশাকসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে বলে মেহির ফাউন্ডেশনের প্রধান আয়গুল এরদেম জানিয়েছেন।
তিনি বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোগান ফিলিস্তিনিদের সমর্থন দিয়ে থাকেন। তাই আমরাও তাদের পাশে দাঁড়িয়েছি।
তিনি সকলকে শনিবার অনুষ্ঠিতব্য এ গণবিবাহের অনুষ্ঠান স্বচক্ষে দেখে আসার অনুরোধ জানান।