খােলা বাজার২৪। শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮: সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধের টাকায় চলছে গ্রামীণ রাস্তা সংস্কারের কাজ। সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর, রঙ্গারচর, সুরমা, মোহনপুর, গৌরারং, লক্ষণশ্রী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এমন অপচয়ের প্রকল্পের দেখা পেয়েছেন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ। তারা একাধিক প্রকল্প ঘুরে অপ্রয়োজনীয় এই প্রকল্প বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছেন। শুক্রবার সংগঠনের নেতৃবৃন্দ ৭টি পিআইসির কাজ পরিদর্শন করেছেন।
সাতটির একটিতেও সাইনবোর্ড পাননি তারা। বাঁধে মাটি ফেলা হলেও ড্রেসিং করা হয়নি, লাগানো হয়নি দুর্বাঘাস। এসময় পিআইসি’র সভাপতি ও তাদের প্রতিনিধিরা দাবি করেছেন শুক্রবার থাকায় শ্রমিকরা কাজে আসেননি।
নেতৃবৃন্দ জানান, যে ঢিমেতালে কাজ চলছে তা ২৮ ফেব্রুয়ারির আগে সম্পন্ন করা যাবে না। শেষদিকে এসে স্থানীয় চেয়ারম্যানদের মাধ্যমে গঠিত পিআইসির সংশ্লিষ্টরা বিল তোলায় ব্যস্ত হয়ে পড়েছেন।
এখানেও নানা অনিয়ম লক্ষ করা গেছে। এদিকে এর কয়েকদিন আগে নেতৃবৃন্দ মোহনপুর, গৌরারং, লক্ষণশ্রী, কোরবাননগর, সুরমাসহ বিভিন্ন ইউনিয়নের প্রকল্পেও নানা অনিয়ম ও দুর্নীতি খুঁজে পেয়েছেন।
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবু সফিয়ান বলেন, কাজের গতি দেখে মনে হচ্ছে কোন অবস্থাতেই ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ হবে না। কাজে কোনো নীতিমালা অনুসরণ করা হচ্ছে না। তাছাড়া আমাদের দেখা প্রকল্পগুলোর বেশিরভাগই অপ্রয়োজনীয় মনে হয়েছে।