খােলা বাজার২৪। শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্কুলে হামলা চালিয়ে ১৭জনকে হত্যার ঘটনায় গত সপ্তাহজুড়ে চলা বিতর্কের জেরে দেশটির ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন(এনআরএ)’র সাথে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে অন্তত ৬টি ব্যবসায়িক শরিক প্রতিষ্ঠান। শুক্রবার এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
মূলত, এক সপ্তাহ ধরে শিক্ষার্থী-অভিভাবকদের আন্দোলন ও ব্যাপক প্রচারণার জেরে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে, এ সম্পর্কে এনআরএ’র কাছ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি ফ্লোরিডার পার্কল্যান্ডে অবস্থিত মারজোরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে হামলা চালিয়ে ১৭জনকে হত্যা করে সেখানকারই প্রাক্তন শিক্ষার্থী নিকোলাস ক্রুজ। হামলা চালানোর সময় তার হাতে ছিলো এআর-১৫ রাইফেল। এর প্রেক্ষিতে, স্কুলটির অভিভাবক-শিক্ষার্থীসহ সাধারণ জনগণের তোপের মুখে পড়ে এনআরএ। পরবর্তীতে, যুক্তরাষ্ট্রজুড়ে অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোরের দাবিতে শুরু হয় ব্যাপক আন্দোলন। এমনকী, টুইটার-সহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে এনআরএ বয়কটরে দাবিতে ‘হ্যাশট্যাগ বয়কট এনআরএ’ নামে একটি প্রচারণাও পরিচালিত হতে দেখা গেছে।
এর পাশাপাশি অস্ত্র নিয়ন্ত্রণে চাপপ্রয়োগের অংশ হিসেবে আন্দোলনকারীরা আমাজন ডট কম-সহ অন্যান্য অনলাইন ভিডিও চ্যানেলগুলোর অস্ত্র-সংক্রান্ত অনুষ্ঠান প্রচারেরও দাবি জানিয়ে আসছে। কেননা, এই অনুষ্ঠানগুলো এনআরএ প্রযোজনা করে থাকে। রয়টার্স