খােলা বাজার২৪। শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ যে পথে হাঁটছে সেটা একদলীয়, স্বৈরতন্ত্র, ফ্যাসিষ্ট ও নিপীড়ন নির্যাতনের পথ।
সাবেক এ মন্ত্রী বলেন, আমাদের নেতাকর্মীরা এখন গ্রেফতারের ভয় করে না। মনে রাখবেন বেগম খালেদা জিয়া জেলের ভেতরে অনেক বেশী শক্তিশালী।
তিনি বলেন, তারা (সরকার) রাষ্ট্রীয় সন্ত্রাস অথবা অন্য শক্তির উপর নির্ভর। বিএনপি জনগণের উপর নির্ভর। বিএনপি চলছে গণতন্ত্রের পথে।
শুক্রবার বিকেলে চট্টগ্রাম আদালত ভবনস্থ আইনজীবি মিলনায়তনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদের উদ্যোগে খালেদা জিয়ার মুক্তির দাবীতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু এসব কথা বলেন।
তিনি বলেন, দেশনেত্রীর মুক্তি আসবে আইনের শাসনের মাধ্যমে, বাক স্বাধীনতার মাধ্যমে। দেশনেত্রী যে পথ দেখিয়েছেন সেটি শান্তির পথ।
খসরু বলেন, প্রধানমন্ত্রী বক্তব্য দেয়ার পর অনেক সাংবাদিক আমার কাছে প্রতিক্রিয়া জানতে চান। আমি তাদের বলি, আমি কি প্রতিক্রিয়া দিব? কারণ উনি তো কোন বক্তব্য রাখেন না, উনি শুধু গালাগালি করেন, তাই তার কোন প্রতিক্রিয়া নেই।
তিনি আরো বলেন, শান্তিপূর্ণ আন্দোলন মানে এ নয় যে, হাত পা গুটিয়ে বসে থাকা। সকলকে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখতে হবে।
সভায় সভাপতির বক্তব্যে সম্মিলিত পেশাজীবি পরিষদের আহবায়ক সাংবাদিক মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশের অর্থনীতি-শিক্ষানীতি দুটোই ধ্বংস হয়ে গেছে। ফার্মার্স ব্যাংকের মালিক মহিউদ্দিন খান আলমগীর ব্যাংক লুটপাট করে শেষ করেছে। দুদকের মামলায় সে দন্ডপ্রাপ্ত আসামি। তারপরও সে এমপি রয়ে গেছেন, মন্ত্রীও হয়েছেন। এ হচ্ছে বাংলাদেশের আইনের স্বাধীনতা।
পেশাজীবি নেতা ডা. খুরশিদ জামিলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ড্যাবের সভাপতি ও পেশাজীবি পরিষদের মহাসচিব ডা. এ. জেড. এম জাহিদ হোসেন, সুপ্রিমকোর্ট আইনজীবি সমিতির সভাপতি জয়নুল আবেদিন, সাধারণ সম্পাদক ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন, ড্যাব কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. ফরহাদ হালিম ডোনার, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি সেলিম ভূঁইয়া, এ্যাব সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু, ড্যাব নেতা ডা. ফাওয়াজ হোসেন শুভ ও ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের মহাসচিব হাসান জাফরী তুহিন প্রমুখ।