খােলা বাজার২৪। রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৮: সরকারি চাকরিতে ১০ শতাংশের বেশি কোটা না রাখার দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী।
রোববার বেলা ১১টা থেকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের সড়কের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। ‘কোটা পদ্ধতির সংস্কার চাই, সংস্কার চাই’ স্লোগানে শাহবাগ এলাকা মুখরিত করে তুলেছেন শিক্ষার্থীরা।
তাদের হাতে থাকা প্ল্যাকার্ডগুলোতে লেখা রয়েছে- ‘বঙ্গবন্ধুর বাংলায় কোটা বৈষম্যের ঠাঁই নাই’, ‘১০ পার্সেন্টের বেশি কোটা নয়’, ‘নিয়োগে অভিন্ন কার্ড মার্ক নিশ্চিত কর’। এ বিক্ষোভ কেন্দ্র করে শাহবাগ এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিক্ষোভকারী এক শিক্ষার্থী বলেন, ৫৫ শতাংশ কোটা থাকায় সাধারণ চাকরিপ্রত্যাশীরা বৈষম্যের স্বীকার হচ্ছেন। বঙ্গবন্ধুর বাংলায় বৈষ্যমের কোনো ঠাঁই নেই। তা হলে কেন এই কোটাব্যবস্থার মাধ্যমে বেকারদের ওপর খড়্গ চালানো হচ্ছে? একটি দেশে কোটা থাকতে পারে, তাই বলে ৫৫ শতাংশ কোটা রাখা কোনো যুক্তিযুক্ত বিষয় নয়। তাই আমরা এই বিদ্যমান কোটাপদ্ধতি দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি।