Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

‘এতিমের টাকা আত্মসাৎ করার চেয়ে বড় অপরাধ কিছু হতে পারে না’খােলা বাজার২৪। রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৮: এতিমের টাকা আত্মসাৎ করার চেয়ে বড় অপরাধ কিছু হতে পারে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের প্রসঙ্গে রোববার (২৫ ফেব্রুয়ারি) তিনি এ মন্তব্য করেন।

খালেদা জিয়ার জামিনের বিরোধিতা করে তিনি বলেন, ‘এই মামলার বিষয়ে আদালত সাক্ষী ও সাক্ষ্যপ্রমাণ বিবেচনা করে এ সিদ্ধান্তে এসেছেন যে, খালেদা জিয়া এ বিষয়ে (ট্রাস্টের অ্যাকাউন্ট থেকে অর্থ উত্তোলন) জানতেন। তিনি সামারিতে সই করেছেন এবং তার নির্দেশ মতেই অ্যাকাউন্ট খোলা হয়েছে। তার নির্দেশের পরিপ্রেক্ষিতেই এখান থেকে টাকা উত্তোলন করা হয়েছে। সুতরাং তার ব্যাপারে বিচার্য বিষয় হলো তিনি এসব জানতেন কিনা, এটা তার হুকুমে হয়েছিল কিনা। এসব বিষয় আমি আদালতকে বলেছিলাম, এই মামলাটি নিম্ন আদালতে ঝুলিয়ে রাখার যে প্রক্রিয়া, যে চেষ্টা করা হয়েছে সেটা থেকে অব্যাহতি পাওয়া গেছে। মামলাটি নিম্ন আদালতের মতো এই আদালতেও দেরি করা হোক, আমি তা চাই না।’

তিনি আরও বলেন, ‘তাই আমি বলেছি (আদালতকে), নিম্ন আদালতের নথিটা আসুক, সুপ্রিম কোর্টে অনেক মেশিন আছে, অতি অল্প সময়ে পেপারবুক তৈরি করা হবে এবং পেপারবুক শুনানির পর মামলাটা দ্রুত নিষ্পত্তি করা যাবে।’

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমি আদালতকে আরও বলেছি, এতিমের টাকা আত্মসাৎ করার চেয়ে বড় অপরাধ কিছু হতে পারে না। একজন সরকার প্রধান এই দায়িত্ব কোনোভাবেই এড়াতে পারেন না। এর আগের একজন সরকার প্রধান হুসেইন মুহম্মদ এরশাদকে ৫ বছরের সাজা দেওয়া হয়েছিল। সাড়ে ৩ বছর পর তিনি জামিন পেয়েছেন। আরেকজন সরকার প্রধান কেন দুই মাসের মধ্যেই জামিনপ্রাপ্ত হবেন?’

মামলাটির দ্রুত নিষ্পত্তি চেয়ে মাহবুবে আলম বলেন, ‘আরেকটা কথা বলেছি, সম্প্রতি ভারতে লালু প্রসাদ যাদবের জামিন আবেদন ঝাড়খন্ড আদালত নাকচ করেছেন, যার সাজা মাত্র সাড়ে ৩ বছর। রাজনীতিবিদরা যখন দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত হন, তখন সেই মামলায় কোনও রকম অনুকম্পা দেখানোর কোনও অবকাশ নেই। আমি চাচ্ছি, (জিয়া অরফানেজ ট্রাস্ট) মামলাটি যাতে ঝুলে না থাকে, যাতে হাইকোর্টে নিষ্পত্তি হয়ে যায়।’

রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা বলেন, ‘জামিনের জন্য আসামিপক্ষ বলেছিলেন, উনি (খালেদা জিয়া) ৭৩ বছর বয়সী, নানা অসুস্থতা রয়েছে। ফৌজদারি কার্যবিধির ৪৯৭ ধারা তারা প্রয়োগ করতে চেয়েছেন। আমরা বলেছি, এখানে ৪৯৭ ধারা হবে না, এখানে ফৌজদারি কার্যবিধি ৪২৬ ধারা মতে হবে। তাছাড়া, যেহেতু এটা দুর্নীতি দমনের মামলা, ধরতেই হবে এটা নন-বেইলেবল অফেন্স (জামিন অযোগ্য অপরাধ।’

এর আগে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে এতিমদের টাকা এভাবে কেউ আত্মসাৎ করেনি মন্তব্য করে তিনি আরও বলেন, ‘সবচেয়ে বড় কথা, এই চেক দিয়ে যে টাকাটা তোলা হয়েছে, তুলেছে ওনার ছেলে তারেক রহমান, ওনার বোনের ছেলে মমিনুর রহমান। একই বাড়িতে থেকে যখন পুত্র ব্যাংকের টাকা উত্তোলন করে, তখন তার দায়দায়িত্ব কীভাবে মা প্রধানমন্ত্রী হিসেবে এড়াতে পারেন? যেখানে এই অ্যাকাউন্টটি খোলা হয়েছিল তার নির্দেশে, অ্যাকাউন্টের নামই ছিল প্রাইম মিনিস্টার অরফানেজ ফান্ড।’

খালেদা জিয়ার জামিনের আদেশের বিষয়ে এখন পরবর্তী প্রক্রিয়া কী হবে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘১৫ কার্যদিবসের মধ্যে নিম্ন আদালতের যে নথি আসবে, সেই নথি দেখে আদালত প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।’