খােলা বাজার২৪। রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৮: রাজধানীর মহাখালীতে কলেরা হাসপাতালের পেছনে রাজধানীর মহাখালীতে এক ঠিকাদারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে মহাখালীর দক্ষিণপাড়া বড় মসজিদের সামনে নাসির আহমদ (৪৫) নামের ওই ঠিকাদারকে গুলি করা হয় বলে জানিয়েছেন বনানী থানার উপপরিদর্শক (এসআই) হাসান।
এসআই জানান, গুলিতে ঘটনাস্থলেই মারা যান নাসির।
বনানী থানার পরিদর্শক (অপারেশন) শাইহান রূপম বলেন, নাসির হোসেন পেশায় একজন ঠিকাদার। তিনি দক্ষিণপাড়া বড় মসজিদে টাইলসের কাজ করাচ্ছিলেন।
‘দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার পরে স্থানীয়রা বনানী থানায় খবর দেন। তার পরে আমরা গিয়ে লাশ উদ্ধার করি,’ যোগ করেন পুলিশ কর্মকর্তা।