খােলা বাজার২৪। সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮: ভারতের অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে আসাদুদ্দিন ওয়াইসি-র সঙ্গে গেরুয়া শিবিরের নেতাদের বিরধ দীর্ঘদিনের। এই নিয়ে বহুবার বিতর্ক হয়েছে।
অযোধ্যার বিতর্কিত জমিতে বাবরি মসজিদ হবে বলে নিশ্চিত হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন। বিষয়টি এই মুহূর্তে ভারতের সুর্প্রিম কোর্টে বিচারাধীন। কিন্তু, বাবরি মসজিদের পক্ষেই রায় যাবে বলে বলে প্রকাশ্যে মন্তব্যও করেছেন এআইএমআইএম প্রধান।
কিন্তু আসাদুদ্দিনের এই দাবি মানতে নারাজ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। ওয়াইসি-র বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি পালটা বলেছেন, “ওঁরা তো মক্কা-মদিনায় যান। আমরা কোথায় যাব? পাকিস্তানে রাম মন্দির বানাবো?” ভারতীয় মুসলিম সম্প্রদায়ের লোকেরাও রাম মন্দির নির্মানের পক্ষে রয়েছে বলেও দাবি করেছেন গিরিরাজ।
নিজের বক্তব্যের স্বপক্ষে তার যুক্তি, “উপাসনা পদ্ধতি পৃথক হলেও ভারতীয় মুসলিমরা রামের বংশধর। তারা কেউ বাবরের বংশধর নন।” সকল ভারতীয় মুসলিমকে নিজের আত্মীয় বলেও দাবি করেছেন গিরিরাজ সিং।
এরপরেই আসাদুদ্দিন ওয়াইসিকে আক্রমণ করে গিরিরাজ সিং বলেন, “ওয়াইসির মতো লোকেদের শরীরে জিন্নার আত্মা প্রবেশ করেছে। দেশকে ভাঙতে চাইছেন তিনি।” সূত্র: কলকাতা ২৪