Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮:  আগামী ২৮ ফেব্রুয়ারি ২০১৮ বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকতায় আজীবন সম্মাননা প্রদান ও স্মারক বক্তৃতার আয়োজন করা হয়েছে। আজীবন সম্মাননা পাবেন প্রবীণ সাংবাদিক কামাল লোহানী। “ নিখোঁজ সংস্কৃতি ও সংবাদমাধ্যমের সংবেদনশীলতা” শীর্ষক স্মারক বক্তৃতা দিবেন সাংবাদিক আবু সাঈদ খান। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধান অতিথি: ড.আনিসুজ্জামান, প্রফেসার ইমেরিটাস সভাপতি: ড.সাখায়াত আলী খান, সুপার নিউমেরাস প্রফেসার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতায় আজীবন সম্মাননা: কামাল লোহানী। স্মারক বক্তৃতা:  “ ‘নিখোঁজ সংস্কতি’ ও সংবাদ মাধ্যমের সংবেদনশীলতা” স্মারক বক্তা: আবু সাঈদ খান : দৈনিক সমকাল, সঞ্চালনা: রোবায়েত ফেরদৌস: অধ্যাপক গণযোগাযোগ ও সাংবাদিকতাবিভাগ ,ঢাকা বিশ্ববিদ্যালয় আলোচকবৃন্দ (বর্ণানুক্রমিকভাবে)
আব্দুল কাইয়ুম: সহযোগী সম্পাদক প্রথম আলো, আব্দুর রহিম: সাবেক নির্বাহী সম্পাদক, বাংলাদেশ অবজারভার, সাবেক প্রেস সচিব,লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন, গোলাম মোর্তোজা: সম্পাদক সাপ্তাহিক,  গোলাম রহমান: সাবেক তথ্য কমিশনার,  গোলাম সারওয়ার: সম্পাদক দৈনিক সমকাল, মনজুরুল আহসান বুলবুল, ইটিভি’র সিইও, মনোজ রায়, সিনিয়র সাংবাদিক, মাহফুজউল্লাহ, প্রবীণ সাংবাদিক, মাহমুদুর রহমান মান্না, রাজনীতিবিদ, মতিউর রহমান চৌধুরী, প্রধান সম্পাদক দৈনিক মানব জমিন, দিল মনোয়ারা মনু, সাবেক নির্বাহী সম্পাদক পাক্ষিক অনন্যা, নাসিমুন আরা হক, সভাপতি, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র, রিয়াজ উদ্দিন আহমেদ, সম্পাদক, নিউজটুডে, শিরিন আখতার, সংসদ সদস্য, শ্যামল দত্ত, সম্পাদক দৈনিক ভোরের কাগজ,  সোহরাব হাসান: যুগ্ম সম্পাদক দৈনিক প্রথম আলো,  সৈয়দ আবুল মাকসুদ, কলমিস্ট, হাসান হাফিজ: কবি ও সাংবাদিক

অনুষ্ঠান কাভার করার জন্য আপনার প্রতিষ্ঠানের একজন প্রতিবেদক এবং ক্যামেরা পারসন পাঠানোর অনুরোধ করা হচ্ছে।