খােলা বাজার২৪। সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮: ২০-২৪ ফেব্রুয়ারি ২০১৮, দেশের সীমানা পেরিয়ে সফলভাবে নেপাল ট্যুর সম্পন্ন করল বিয়ন্ড বাউন্ডারি ট্র্রাভেলিং ক্লাব। দেশের বাইরে এটি ছিল বিয়ন্ড বাউন্ডারি ক্লাবের ৩য় ট্যুর। এই ট্যুরে বিয়ন্ড বাউন্ডারির সভাপতি আজম খান, নব্য সদস্য শাহজাদা বসুনিয়া, জেনারেল সেক্রেটারি ও ট্যুর ম্যানেজার মনিরুজ্জামান চৌধুরী, সহসভাপতি মো: ফরহাদ রেজা, ডেপুটি জেনারেল সেক্রেটারি, শাহ মো: আবু সাইদ ও তৌফিকুল ইসলাম খান এবং ট্রেজারার রেজোয়ান খানসহ ২২ জন মেম্বার অংশগ্রহণ করেন। নেপাল ট্যুরে বিয়ন্ড বাউন্ডারি নেপালের নগরকোট, ভক্তপুর, পুখরা ও কাঠমুন্ডুর আকর্ষণীয় পর্যটন কেন্দ্রসমূহে ভ্রমন করে।