Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৮:  বেসরকারি টিভি চ্যানেল ‘দেশ টিভি’র মানিকগঞ্জ জেলা প্রতিনিধি এম. ওবায়দুর রহমান (৪৮) ১২ দিন ধরে নিখোঁজ রয়েছেন।তিনি বাংলাদেশ কৃষক সমিতির ঘিওর উপজেলা শাখার একজন নেতাও।

১৫ ফেব্রুয়ারি খুলনায় কৃষক সমিতির সম্মেলন শেষে ফেরার পথে যশোর থেকে নিখোঁজ হন তিনি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

বাংলাদেশ কৃষক সমিতির মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক মানিকগঞ্জ প্রেসক্লাবে এসে নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেন। ওবায়দুর রহমান জেলার ঘিওর উপজেলার কাহেতারা গ্রামের তামেজ উদ্দিনের ছেলে।

কৃষক সমিতির নেতারা জানান, এম. ওবায়দুর রহমান সাংবাদিকতার পাশাপাশি বাংলাদেশ কৃষক সমিতির ঘিওর উপজেলার নেতা ছিলেন। তিনি বাংলাদেশ কৃষক সমিতির জাতীয় সম্মেলনের জন্য ১৪ ফেব্রুয়ারি মানিকগঞ্জ বিজয় মেলা মাঠ থেকে অন্যান্য নেতা-কর্মীদের সঙ্গে বাসে খুলনায় যান।

সম্মেলন শেষে ১৫ ফেব্রুয়ারি ওই বাসেই খুলনা থেকে মানিকগঞ্জের উদ্দেশে রওনা হন তিনি। পথিমধ্যে যশোর মণীহার সিনেমা হলের কাছে একটি প্রেট্রােল পাম্পে রাত ১১টায় যাত্রা বিরতী দেন। সেসময় তিনি গাড়ি থেকে নেমে গেলেও আর ওঠেননি। এর পর থেকেই ওবায়দুর নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ সাংবাদিকের স্ত্রী সখিনা সুলতানা রানু জানান, ওবায়দুরের সঙ্গে ১৬ ফেব্রুয়ারি বেলা ১১টায় তার সবশেষ কথা হয়েছে।এরপর থেকেই তার ব্যবহৃত (০১৯১৩৯৬৪৫৭২) মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, তার স্বামী মাঝে মধ্যে অচেতন হয়ে পড়তেন। তবে খানেক পরেই আবার সুস্থ হয়ে উঠতেন। এটিকে মৃগী রোগ বলে জানান তিনি।