Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৮: পাকিস্তান ‍সুপার লিগে (পিএসএল) জয়ের দেখা পাচ্ছেন না মোস্তাফিজুর রহমান। সোমবার রাতে বাংলাদেশি পেসারের দল লাহোর কালান্দার্স টানা তৃতীয় হার নিয়ে মাঠ ছেড়েছে। করাচি কিংসের বিপক্ষে মোস্তাফিজদের হার ২৭ রানের।

দল হারলেও বল হাতে ছন্দেই আছেন মোস্তাফিজ। একটি উইকেট পেলেও ৪ ওভারে রান খরচ করেছেন তিনি ২২। তার সঙ্গে সুনিল নারিন (২/১৮) ও ইয়াসির শাহর (২/২৫) নিয়ন্ত্রিত বোলিংয়ে করাচি নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে যোগ করতে পারে ১৫৯ রান। জবাবে শহীদ আফ্রিদি (৩/১৯) ও উসমান খানের (৩/২৬) অসাধারণ বোলিংয়ে ১৮.৩ ওভারে লাহোর অলআউট হয় ১৩২ রানে।

নিজের প্রথম বলেই উইকেট তুলে নেন মোস্তাফিজ। পাকিস্তান দলের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজমকে (০) প্যাভিলিয়নে ফেরত পাঠান এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলে। উইকেট নেওয়ার সঙ্গে প্রথম ওভার মেডেনে শেষ করেন বাংলাদেশি পেসার। তার সঙ্গে ইয়াসির ও নারিনের ঘূর্ণিতে করাচির সর্বোচ্চ ৫০ রান করেন রবি বোপারা। ৩৪ বলের হার না মানা ইনিংসটি তিনি সাজিয়েছিলেন ২ চার ও ২ ছক্কায়।

এর আগে ওপেনিংয়ে নেমে ১৪ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন জো ডেনলি। আর মাঝে কলিন ইনগ্রামের ২৮ ও শেষ দিকে মোহাম্মদ ইরফানের ১৬ রানের ইনিংসে ১৫৯ রানে শেষ হয় করাচির ইনিংস।

জবাবে অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ছাড়া লাহোরের আর কোনও ব্যাটসম্যানই দাঁড়াতে পারেননি। সাবেক নিউজিল্যান্ড ব্যাটসম্যান ৩০ বলে করেন ৪৪ রান। কিন্তু পরের দিকের ব্যাটসম্যানদের ব্যর্থতায় টানা তৃতীয় হার নিয়ে মাঠ ছাড়তে হয় লাহোরকে। ক্রিকইনফো, বাংলা ট্রিবিউন