খােলা বাজার২৪। মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৮: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মায়ের মৃত্যুর সংবাদ শুনে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনাসহ শোকার্ত পরিবারের সদস্যদের প্রতিও সহমর্মিতা প্রকাশ করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
সোমবার রাতে ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলাতুন্নেসা(৯২) ঢাকার বিএসএমএমইউ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
সূত্র: বিডিনিউজ২৪