খােলা বাজার২৪। মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৮: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে সম্প্রতি টুঙ্গীপাড়ায় পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর নবনিযুক্ত ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোঃ মাহবুব উল আলম।
শ্রদ্ধানিবেদন শেষে ফাতেহা পাঠ করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় মিল্ক ভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মোঃ ইয়াহিয়া এবং খুলনা জোনপ্রধান মো. মাকসুদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।