খােলা বাজার২৪। বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮: চট্টগ্রামে হঠাৎ আকাশ ছুঁয়েছে লেবুর দাম। পাইকারি মোকামে হালি ৬০ টাকা থাকলেও খুচরা বাজারে তা শ’ ছুঁয়েছে। নগরীর কাজীর দেউড়ি কাঁচাবাজার, আগ্রাবাদ চৌমুহনী কাঁচাবাজার সরেজমিন ঘুরে এ চিত্র পাওয়া যায়। আড়তদাররা বলছেন, লেবুর ফলন স্মরণকালের সর্বনিম্ন হওয়ায় এবার সর্বোচ্চ দামের রেকর্ড ছুঁয়েছে।
নগরীর কাজীর দেউড়ি কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুর রাজ্জাক বলেন, বেশ কিছুদিন ধরেই লেবুর বাজার চড়া। তবে আজকের বাজারে দামটা একশ’ ছুঁয়েছে। এবার লেবুর ফলন খুব কম হয়েছে। সরবরাহও কম। তাই দাম চড়া। এখানে বিক্রেতাদের কিছু করার নেই।
একই প্রসঙ্গে চৌমুহনী কাঁচাবাজার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ বলেন, শীতের শেষদিকে লেবুর বাজার একটু বেশিই থাকে। তবে এবার অন্যান্যবারের চেয়ে বেশি। ফলন কম হওয়ায় দামে এমন অস্থিরতা বিরাজ করছে।
সরেজমিন নগরীর কাজীর দেউড়ি বাজারে গিয়ে দেখা যায়, দেশি লেবু প্রতিটি বিক্রি হচ্ছে ২৫ টাকায়। এক ডজন কিনলে ২৫০ টাকা রাখা হলেও হালি বিক্রি হচ্ছে ঠিক ১০০ টাকায়। তবে কাগজি লেবু তুলনামূলক কিছুটা কম। এর হালি বিক্রি হচ্ছে ৬০ টাকায়। অভিন্ন চিত্র পাওয়া গেছে বক্সিরহাট ও চৌমুহনী বাজারেও। এ দুটি বাজারে দোকানভেদে দেশি লেবু বিক্রি হয়েছে ৮০ থেকে ১০০ টাকায়। তথ্যসূত্র : সমকাল