Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮: দিনাজপুরের বিরল উপজেলার পৌর শহরের রবিপুর এলাকায় রুপালী বাংলা জুট মিলে আগুন লাগার প্রায় ৯ ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

এ ঘটনায় ১২ জন শ্রমিক দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসাধীনদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

দগ্ধদের মধ্যে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি লিপু ও জামিনি বালার অবস্থা আশঙ্কাজনক।

দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আকতার হানিফ খান জানান, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ৯ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায়নি।

বিরল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফজলুর রহমান জানান, দগ্ধদের সবাই চিকিৎসাধীন। স্থানীয় পর্যায়ে পর্যাপ্ত চিকিৎসার জন্য স্বাস্থ্য বিভাগের সবাইকে প্রস্তুত রাখা হয়েছে। সূত্র : বাংলানিউজ